মেসির আবেগঘন পোস্ট ভাইরাল


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩


মেসির আবেগঘন পোস্ট ভাইরাল
লিওনেল মেসি

আজ ১৮ ডিসেম্বর। গতবছর এ দিনে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্ব জয়ের ১ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।


সোশ্যাল মিডিয়ায় পোস্টে মেসি লিখেছেন, ‌“আমার ফুটবলজীবনের সবচেয়ে সুন্দর পাগলামির একটা বছর। অবিস্মরণীয় স্মৃতি রয়েছে যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন। সবাইকে বিশ্ব জয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা।” 


ওই স্ট্যাটাসের কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপ হাতে নিয়ে মেসির একটি ছবি রয়েছে যুক্ত করেছেন।


আরও পড়ুন: আমি জানি না সৌম্যর সমস্যা কী: হাথুরুসিংহে


এছাড়া সাজঘরে বিশ্বকাপ ট্রফিকে মেসির চুম্বনের ছবি, বিছানায় ট্রফি নিয়ে শোয়ার ছবি এবং গোটা দলের সঙ্গে উল্লাসের ছবি রয়েছে। একটি ভিডিওতে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসও রয়েছে।


আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাকিবের নির্বাচনী প্রচারণা শুরু


শেষ বার ১৯৮৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল দিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তার ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ দেন মেসি। জীবনের অধরা স্বপ্ন পূরণ করেন তিনি। 


জেবি/এসব