আইপিএল নিলাম টেবিলে কে এই রহস্যময়ী?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

আইপিএল এর মতো নিলামে কোন ক্রিকেটারের কত দাম উঠে এসবেই সাধারণত সবার নজর থাকে। তবে গত আসরের নিলামে ঝড় তুলেছিলেন কোনো খেলোয়াড় না এমন একজন। নিলাম টেবিলে হইহুল্লোর করার পর গুগলেও ঘাঁটাঘাটি করে খোঁজা হয়েছে তার নাম। এমনকী আশ্চর্য হলেও সত্য যে তার রুপে মুগ্ধ হয়ে বিয়ের জন্য প্রস্তাবও এসেছিল দক্ষিণ আফ্রিকা থেকে। গত বছরের মতো এবারও দুবাইয়ে চলমান মিনি নিলামের আসরে সব আলো কেড়ে নিলেন তিনি। কার কথা বলা হচ্ছে এত সময়ে আপনারা বুঝে নেওয়ার কথা। হ্যা কাব্য মারান এর কথাই বলা হচ্ছে— আইপিএল এ সানরাইজার্স হায়দারাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি।
কখনও উৎকণ্ঠা বা কখনও উচ্ছ্বাস, নিলাম চলাকালীন সময় পর্যন্ত টেলিভিশন ক্যামেরা ঘুরেফিরে কাব্যর মুখের নানা অভিব্যক্তিকে দেখাচ্ছিলেন। আর এসব দেখেই সোশ্যাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন ছিল, সানরাইজার্স হায়দরাবাদের এই নারী আসলে কে? অনলাইন মাধ্যমে অনেকে তাকে ‘রহস্যময়ী’ বলেও ডাকতে শুরু করে দিয়েছিলেন। বছর ত্রিশের কাব্যকে ঘিরে আবারো একই উন্মাদনা চোখে পড়েছে।
এবারের আসরের জন্য মিনি নিলামে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে ২০ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে কিনেছে ‘রহস্যময়ী’ কাব্য মারানের মালিকানাধীন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।
এমএল/