ম্যাচসেরা সৌম্য বললেন, জিতলে স্পেশাল হতো


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩


ম্যাচসেরা সৌম্য বললেন,  জিতলে স্পেশাল হতো
সৌম্য সরকার - ছবি: সংগৃহীত

আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ২২ চার ও ২ ছয়ে ১৬৯ রানের নান্দনিক ইনিংস উপহার দিয়েছেন। যেটি বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ান কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।


তবে এমন দিনেও দল হারলো ৭ উইকেটের বড় ব্যবধানে। অবশ্য হারলেও ম্যাচসেরা হয়েছেন সৌম্য সরকার।


এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২২ চার ও ২ ছক্কার ইনিংসে ১৫১ বলে ১৬৯ রান করেন সৌম্য। কিন্তু বাংলাদেশ অলআউট হয় ২৯১ রানে। পরে জবাব দিতে নেমে ২২ বল আগেই জয় পায় কিউইরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল স্বাগতিকরা।


আরও পড়ুন: সৌম্যর মহাকাব্যিক ব্যাটিংয়ের পরও হেরেছে বাংলাদেশ


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সৌম্য বলেন, “সেঞ্চুরি করতে পারায় খুশি কিন্তু দল না জেতায় হতাশ। যদি জিততে পারতাম তাহলে এটা অনেক বেশি স্পেশাল হতো। পাওয়ার প্লেতে যদি আমরা তিন উইকেট না হারাতাম, তাহলে ভিন্ন হতো। আমরা মাঝে জুটি পেয়েছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে মিরাজ-মুশফিকের উইকেট হারিয়েছি। যদি তা না হতো তাহলে বড় পুঁজি হতে পারত।”


আরও পড়ুন: ফিরে আসার গল্প লিখলেন সৌম্য, বাংলাদেশ করলো ২৯১


তিনি জানান, “আমি অনেকদিন পর দলে এলাম, আমরা নেটে কঠোর পরিশ্রম করছি। খুব বেশি চিন্তা করিনি। শুধু বল দেখেছি আর নিজের খেলাটা খেলেছি।”


জেবি/এসবি