নাশকতা করে নির্বাচন বানচাল করতে চাইলে কারো ক্ষমা নেই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ পিএম, ২০শে ডিসেম্বর ২০২৩

নাশকতা করে নির্বাচন বানচাল করতে চাইলে কারো ক্ষমা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, “ভোট বানচালের জন্য যারা মানুষ খুন করবে, এদেশের মানুষ তাদের উৎখাত করবে। এদেশের মানুষ ভোট দিতে চায়, তারা বিএনপির হরতাল প্রত্যাখ্যান করেছে।”
আরও পড়ুন: সিলেটে মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা
এর আগে তিনি সিলেট পৌঁছে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন। ছোটবোন শেখ রেহানা তার সঙ্গে আছেন।
জেবি/এসবি