মাশরাফী নির্বাচনী প্রচারণায় নামবেন যেদিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা গতবারের মতো এবারও নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থীতা পেয়েছেন। কিন্তু এখন নির্বাচনী মাঠের ব্যস্ততায় তাকে দেখা যাচ্ছে না। বর্তমানে হাঁটুর ইনজুরিতে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই দলপতি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে তার কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত ম্যাশকে দেখা যায়নি মাঠে।
সংবাদমাধ্যমে ম্যাশের ব্যক্তিগত সহকারীর ভাষ্য, ডান হাঁটুর ইনজুরির কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
জানা গেছে, প্রায় এক মাস ধরে হাঁটুর ব্যাথা বেড়ে গেলেও বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন মাশরাফী। কিন্তু বুধবার (১৩ ডিসেম্বর) হাঁটুর ব্যাথার তীব্রতা আরও বাড়লে অর্থোপেডিক্স চিকিৎসকের শরণাপন্নে যান তিনি। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত এক সপ্তাহ ধরে নিয়মিত থেরাপি নিচ্ছেন ম্যাশ।
মাশরাফীর একাধিক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নড়াইলে যাবেন তিনি। এরপর ম্যাশের নিজের গ্রাম মাইজপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।
জানা যায়, এবারের জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান, জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি মো. মনিরুল ইসলাম, গণফ্রন্টের মো. লতিফুর রহমানের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে।
এমএল/