আজ পাঁচ জেলায় ভাষণ দেবেন শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৩ এএম, ২১শে ডিসেম্বর ২০২৩


আজ পাঁচ জেলায় ভাষণ দেবেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ.লীগের প্রচারের অংশ হিসেবে আজ ৫টি জেলার জনসভায় ভাষণ দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আ. লীগের কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন তিনি।


দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে মহান বিজয় দিবস উদযাপন


এতে বলা হয়, বৃহস্পতিবার দলীয় সভাপতি শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহীর নাটোর ও পাবনা এবং চট্টগ্রামের খাগড়াছড়ির নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।


আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার আছে মানেই উন্নয়ন আছে: প্রধানমন্ত্রী


এর আগে বুধবার সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জেবি/এসবি