অস্ট্রেলিয়ায় চোটে জর্জরিত পাকিস্তান শিবির


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩


অস্ট্রেলিয়ায় চোটে জর্জরিত পাকিস্তান শিবির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে যখন নতুন শুরুর অপেক্ষায় পাকিস্তান দল, তখন একের পর এক ইনজুরির কবলে পড়ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় চলমান টেস্ট সিরিজের মাঝেই স্কোয়াডে থাকা ক্রিকেটাররা একে একে ছিটকে যাচ্ছেন। এমনিতেই সিরিজের প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে বাবর-শাহিনরা, আবার এর ওপর বিষফোঁড়া হিসেবে হানা দিয়েছে চোট। টেস্ট সিরিজের দল থেকে এবার পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার নোমান আলী ছিটকে গেলেন। তীব্র পেটের ব্যথায় (অ্যাপেন্ডিসাইটিস) ভুগছেন এ স্পিনার।


আনুষ্ঠানিক এক বিবৃতিতে শনিবার (২৩ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিৎ করেছে পিসিবি। তারা জানায়, শুক্রবার (২২ ডিসেম্বর) হঠাৎ করেই তীব্র পেটে ব্যথার কথা জানায় নোমান, তাৎক্ষণিক পরীক্ষা করা হলে তার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যার কথা জানায় চিকিৎসক। ফলে চিকিৎসকদের পরামর্শে ‘ল্যাপারোস্কোপিক অ্যাপেনডেক্টমি’ তার অস্ত্রোপচার করানো হয় শনিবার  সকালে। বর্তমানে সে স্বাভাবিক ও আগের থেকে ভালো আছে।


এদিকে নতুন করে নোমানের ছিটকে যাওয়ায় বোলিং বিভাগ আরও দুর্বল হয়ে যায় পাকিস্তান টিমের। চলমান সিরিজের স্কোয়াডে বর্তমানে বিশেষজ্ঞ স্পিনারদের মধ্যে ফিট আছেন একমাত্র সাজিদ খান। তবে এর আগে স্পিন বিভাগে যার নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেই আবরার আহমেদও ইনজুরির কবলে পড়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান। এমনকি পরের টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।


সিরিজের প্রথম টেস্টে পার্থে বড় ব্যবধানেই হেরেছিল পাকিস্তান দল। যেখানে স্বাগতিক অজিরা শান মাসুদের দলকে কোনো পাত্তাই দেয়নি। প্রথম টেস্টের ওই ম্যাচেও কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়া খেলেছিলো পাকিস্তান। সেসময় আঙুলের ইনজুরির কারণে নোমান ব্যাটিং ও ফিল্ডিং করতে পারবেন না বলে জানানো হয়েছিল, এরপরে তার ম্যাচই খেলা হয়নি।তবে এবার পুরো সিরিজ থেকেই বাইরে চলে গেলেন ৩৭ বছর বয়সী এই সিনিয়র ক্রিকেটার।


অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে সর্বশেষ ১৫ টেস্টেই হেরেছে পাকিস্তান। এবারও চোটে জর্জরিত দল নিয়ে জয় অধরাই থেকে যাবে কি না সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মনে। পেস আট্যাকেও অভিজ্ঞ বলতে বর্তমানে দলে আছেন কেবল শাহিন শাহ আফ্রিদি। এ পেসারের সাথে প্রথম ম্যাচে সঙ্গ দিয়েছেন আমের জামাল ও খুররম শেহজাদ। কিন্তু তারপরই খুররামের পাঁজরের হাড়ে চিড় ধরা পড়ে। আর সে কারণে তিনিও সিরিজ থেকে ছিটকে যান। এছাড়া আগে থেকেই কাঁধের ইনজুরিতে এশিয়া কাপের সময় থেকে দীর্ঘসময় মাঠের বাইরে আছেন পেসার নাসিম শাহ। সে জন্যই জামাল ও শেহজাদকে অভিষেক করিয়ে প্রথম টেস্ট খেলতে নামে সফরকারী দলটি।


তবে ব্যাকআপ হিসেবে শান মাসুদের দলে আছেন হাসান আলী, মির হামজাে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে মুখোমুখি হবে পাকিস্তান একাদশ ও অস্ট্রেলিয়া একাদশ।


এমএল/