নির্বাচনী ইশতেহার ঘোষণা দিল ওয়ার্কার্স পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২৮ দফা এবং ১৪৪ উপদফা কর্মসূচি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য নূর মোহাম্মদ বকুল এই ইশতেহার ঘোষণা করেন।
ওয়ার্কাস পার্টির ইশতেহার হলো- দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাজনৈতিক লক্ষ্য, বৈষম্য নিরসন আইন প্রণয়ন, শোষণ মুক্তির লক্ষ্যে আইন ও বিধি প্রণয়ন, সামাজিক ক্ষমতায়ন, আদিবাসী, যুব অধিকার, সংখ্যালঘু ও নগরের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশু-কিশোর অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্পায়ন ও কর্মসংস্থান, শ্রম অধিকার ও সর্বনিম্ন মজুরি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, শ্রম অভিবাসন ও প্রবাসী কল্যাণ, জ্বালানি ও খনিজ, ন্যাটোর সম্প্রসারণে বিরোধিতা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা, নদী ও পাহাড় সংরক্ষণ, নিরাপদ সড়ক, রোহিঙ্গা সমস্যা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, আঞ্চলিক জোট, ফিলিস্তিনের প্রতি সমর্থন, সাম্রাজ্যবাদের বিরোধিতা।
আরও পড়ুন: রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপির অবরোধ
এর আগে গেল ১৮ ডিসেম্বর এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন: জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে: ওবায়দুল কাদের
ওই বিবৃতিতে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে দুজন নৌকা প্রতীকে এবং বাকি ২৪ জন দলের নিজস্ব প্রতীক হাতুড়ি নিয়ে লড়াই করবেন।
জোটের প্রার্থী হিসেবে রাশেদ খান মেনন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এবং ফজলে হোসেন বাদশা রাজশাহী- ২ (সদর) আসনে নৌকা প্রতীকে লড়বেন।
জেবি/এসবি