সিপিএলে আর দেখা যাবে না জ্যামাইকাকে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

জ্যামাইকা তালাওয়াহস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পরিচিত একটি দলের নাম। তাদের প্রথম আসরতো ও ২০২২ সালে শিরোপা জয়ী দল জ্যামাইকা। কিন্তু নতুন আসর থেকে আর দেখা যাবে না এই দলের। এর মালিক কৃষ পারসাউদ ফ্র্যাঞ্চাইজিটি সিপিএলের কাছে বিক্রি করে দিয়েছেন। পরবর্তী আসরে অ্যান্টিগা ও বারবুডা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দিয়ে এটি স্থলাভিষিক্ত হবে বলে জানা গেছে।
জ্যামাইকার মালিক কৃষ পারসাউদ মুলত ফ্লোরিডাভিত্তিক গায়ানিজ ব্যবসায়ী। তিনি ফ্র্যাঞ্চাইজিটি এভাবে কেন বিক্রি করলেন তার কারণ জানা গেছে সিপিএলের এক মুখপাত্রের মুখ থেকে। ক্রিকইনফোকে ওই মুখপাত্র বলেন, টেকসইভাবে দল পরিচালনার কোনও উপায় না পেয়েই মালিকের সেটি বিক্রি করা ছাড়া আর কোনও পথ ছিল না।
পরের আসরে অ্যান্টিগা ভিত্তিক কোনও ফ্র্যাঞ্চাইজি বদলি হিসেবে আসবে। তবে তার নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি। সিপিএলের প্রথম দুই আসরে দ্বীপটির একটি ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা হকবিলসের নামে অংশ গ্রহণ করেন। কিন্তু মাত্র তিনটি ম্যাচই জিততে পারে এ দলটি। এরপর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তাদের বদলে ২০১৫ সালে স্থলাভিষিক্ত হয়েছে।
এমএল/