৩ দিনের কর্মসূচি ঘোষণা দিল এলডিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশজুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।
রবিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: ভোটার উপস্থিতি নিয়ে হতাশ হতে হবে না: ওবায়দুল কাদের
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে।
আরও পড়ুন: সরকার লুটের টাকা ডামি ভোটে ঢালছে বললেন রিজভী
এসময় তিনি চলমান আন্দোলন এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জেবি/এসবি