মঙ্গলবার রংপুর যাচ্ছেন শেখ হাসিনা

মঙ্গলবার উড়োজাহাজে করে শ্বশুরবাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জে (রংপুর-৬) যাবেন শেখ হাসিনা
বিজ্ঞাপন
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণায় জনসভায় যোগ দিতে আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগ সূত্র জানায়, মঙ্গলবার উড়োজাহাজে করে শ্বশুরবাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জে (রংপুর-৬) যাবেন শেখ হাসিনা।
বিজ্ঞাপন
সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। গত ২০ ডিসেম্বর হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারতের পর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা।
বিজ্ঞাপন
২৩ ডিসেম্বর বিকেলে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙামাটি এবং বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলার জনসভায় ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন তিনি।
বিজ্ঞাপন
আগামী ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা থেকে আরও ছয় জেলায় নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন শেখ হাসিনা।
আগামী ২৯ ডিসেম্বর (শুক্রবার) বরিশাল সফরে যাবেন আওয়ামী লীগ সভাপতি। এদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভোটার উপস্থিতি নিয়ে হতাশ হতে হবে না
বিজ্ঞাপন
এরপর আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা সফর করবেন আওয়ামী লীগ সভাপতি। এদিন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসন নিজের নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এ ছাড়া এদিন মাদারীপুর-৩ আসনেও আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা।
আগামী ১ জানুয়ারি (সোমবার) রাজধানী ঢাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন বিকেল ৩টায় মোহাম্মদপুর শারীরিক চর্চা কেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জেবি/এজে








