মেহনতি মানুষদের নিয়ে বিএনপি-জামায়াতের কোনো চিন্তা নেই: বাহাউদ্দিন নাছিম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩


মেহনতি মানুষদের নিয়ে বিএনপি-জামায়াতের কোনো চিন্তা নেই: বাহাউদ্দিন নাছিম
ছবি: জনবাণী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন, আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা ৮ আসনে আ. লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দেশের মেহনতি মানুষদের নিয়ে এদের কোন চিন্তা নেই। 


রবিবার (২৪ ডিসেম্বর) বৃহত্তর ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির উদ্দ্যোগে রাজধানীর শান্তিনগর প্রধান নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: ব্যাংকিং খাত নিয়ে ভুল তথ্য দিয়েছে সিপিডি: তথ্যমন্ত্রী


বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী অপশক্তি। এরা অসাম্প্রদায়িক চেতনাযর বাংলাদেশ চায়না। দেশের মানুষ অর্থনীতিতে সমৃদ্ধ হোক এরা চায় না।


তিনি আরও বলেন, বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারে। মানুষ পুড়িয়ে মারা কখনো দেশের মানুষের অধিকারের আন্দোলন হতে পারে না। এটি যদি না হয় তবে দেশের মানুষ কেন তাদের সমর্থন করবে। দেশের মানুষ তাদের সমর্থন করে না বলেই তারা সন্ত্রাসের পথে হাঁটছে। এরা জঙ্গি কায়দায় চোরা গুপ্তা হামলা করে। এরা কখনো দেশের ভালো চায়নি।


আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি অনেকবার বিএনপি জামায়াত ও স্বৈরাচারী এরশাদের মিথ্যা মামলায় শিকার হয়েছি। আমি ছাত্র জীবন থেকেই আইনজীবীদের সহায়তা পেয়েছি। আপনাদের যে আগ্রহ, আন্তরিকতা ও সহায়তা আমি পেয়েছি তার জন্য আপনাদের কাছে আমি চিরঋণী। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সব সময় আইনজীবীদের সহায়তা পেয়ে থাকে।


আরও পড়ুন:  নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না: প্রধানমন্ত্রী


দিনব্যাপী গণসংযোগে বাহাউদ্দিন নাছিম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমতলা মসজিদের সামনে, বাগিচা মসজিদের সামনে, খিঁলগাও ঝিল মসজিদের সামনে, উত্তরা ব্যাংক মোড়, রাজারবাগ রোড হয়ে শাহজাহানপুর রোড, মাহাবুব আলী ইনষ্টিটিউটে গণসংযোগ করেন। 


দুপুর ১টায় পুরানা পল্টন হোটেল কস্তোরী সংলগ্ন আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে নির্বাচনী অফিস উদ্ধোধন করেন। বিকাল ৪টায় তিনি ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির উদ্দ্যোগে শান্তিনগর প্রধান নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভা করেন। সন্ধ্যা ৬টায় তিনি শান্তিনগর ইষ্টার্ন প্লাস মার্কেট ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভা করেন। সর্বশেষ রাত সাড়ে আটটায় শান্তিনগর প্রধান নির্বাচনী কার্যালয়ে তাবলীগ জামাতের সাথে মতবিনিময় সভা করেন।


আরএক্স/