একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩


একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ফাইল ছবি

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


সোমবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ  বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে।


এতে বলা হয়, নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪


একদিনে দেশে মোট ১৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৪৮ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে ১৩৮ জন ছাড়পত্র পেয়েছেন।


আরও পড়ুন: প্লাটিলেটের মাত্রা দ্রুত বুঝতে পরীক্ষার কিট আবিষ্কার


বর্তমানে দেশে মোট এক হাজার ৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৩৩০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।


জেবি/এসবি