ত্রিশাল পৌরসভা বিদ্যুৎ বিল বাকি ৭০ লাখ টাকা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় গত দুই বছরে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৭০ লাখ টাকা। এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের নোটিশ দিয়েছেন বিদ্যুৎ অফিস।
জানাযায়, গত দুই বছরে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৭০ লাখ টাকা। পৌর কতৃপক্ষ ত্রিশাল বিদ্যুৎ বিতরন বিভাগের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় ৭০ লাখ বকেয়া টাকার কিস্তির সাথে প্রতিমাসে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। কয়েক মাস পরিশোধ করলেও গত তিন মাস ধরে পৌরসভার কোন বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছেনা। এর মধ্যে গত ২৮ নভেম্বরে পৌর মেয়র এ বিএম আনিছুজ্জামান দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব পান প্যানেল মেয়র মানিক সাইফুল। ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগ পিডিবি এক সপ্তাহের মধ্যে পৌরসভার বকেয়া বিদ্যুৎ পরিশোধের নোটিশ পাঠিয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
এ বিষয়ে ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল বলেন, গত কয়েক দিন আগে আমি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাই। এই ৭০ লাখ টাকা কয়েক বছর আগের বকেয়া বিল। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নোটিশ দিয়েছে বিদ্যুৎ অফিস। পৌর কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আমারা বিল পরিশোধের ব্যবস্থা করবো।
আরও পড়ুন: শেরপুরে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়তে বর্ণাঢ্য র্যালি
ত্রিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের প্রকৌশলী রুবেল আহমেদ বলেন, পৌরসভায় বকেয়া বিদ্যুৎ বিল অনেক আগের। সাবেক মেয়রের সাথে এ বিল পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছিল বকেয়া বিদ্যুৎ বিল কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন। পাশাপশি চলতি বিদ্যুৎ বিল প্রতিমাসে পরিশোধ করবেন। গত তিন মাস ধরে পৌরসভা কোন বিদ্যুৎ বিল দিচ্ছেনা। বিল পরিশোধে নোটিশ দেওয়া হয়েছে। পরিশোধ না করলে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আশ্বস্ত করছেন বিল দ্রুতই পরিশোধ করবেন।
আরএক্স/