দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারে: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় যে কেউ স্বতন্ত প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারে। এখানে দোষের কিছু নেই। সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। কাউকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার অধিকার জেলা-উপজেলা কমিটির নেই। তারা শুধু কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, “ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে। কথা হয়েছে বিএনপির নির্বাচন পণ্ডের সহিংসতা নিয়ে। বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনের জবাব দিচ্ছে সহিংসতা করে। ভয়ভীতি আছে, তারপরও বলছি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।”
আরও পড়ুন: নির্বাচন করলেও ক্ষমতায় টিকতে পারবে না সরকার: নজরুল
এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আ.লীগের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দল।
আরও পড়ুন: আইসিইউতে বিএনপি নেতা খন্দকার মোশাররফ
এদিন বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আ. লীগ কার্যালয়ে দুই সদস্য বিশিষ্ট ইইউ দলে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্ন। আর আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেবি/এসবি