ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১৫২


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩


ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১৫২
ফাইল ছবি

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনও মারা যায়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে।  নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৭ জন, ঢাকায় এ সংখ্যা ৩৫ জন। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৭০১ জনে।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৮৭১ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১০ হাজার ৮৩০ জন।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪


একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে ৩২৭ জন ঢাকায় এবং ৬৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।


জেবি/এসবি