নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ম্যাশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৮ পিএম, ২৮শে ডিসেম্বর ২০২৩


নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ম্যাশ
মাশরাফী বিন মোর্ত্তজা | ছবি: সংগৃহীত

নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা পঞ্চম দিনের মতো জনসংযোগ আর পথ সভায় ব্যস্ত সময় পার করছেন।


নড়াইলে লোহাগড়ার বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পথ সভায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্যাপ্টেন।


এসব পথ সভায় মাশরাফী বিন মোর্ত্তজা আগামী ৭ জানুয়ারি ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন।


আরো পড়ুন: অস্ত্রোপচার সম্পন্ন, ফের আইসিইউতে সালাউদ্দিন


ম্যাশ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় নড়াইলেরও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের বাকি কাজগুলো আগামীতে করা হবে।


তিনি যোগ করেন, আপনারা আমাকে ভোট দিলেও কেন্দ্রে যাবেন, না দিলেও কেন্দ্রে যাবেন। আগামী ৭ জানুয়ারি আমার দায়িত্ব আপনারা সবাই নেবেন। আর নির্বাচনের পরে আমি আপনাদের সবার দায়িত্ব নেব।


আরো পড়ুন: আমি আপনাদের ভোটে আবারও এমপি নির্বাচিত হতে চাই: মাশরাফী


এছাড়াও পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এমএল/