হজ নিবন্ধনের সময় আরও বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৮ পিএম, ২৮শে ডিসেম্বর ২০২৩

আগামী ২০২৪ সালে যারা পবিত্র হজ পালন করতে আগ্রহী তাদের আগামী ১৮ জানুয়ারি মধ্যে নিবন্ধন করতে হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে নিবন্ধনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এসময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।”
আরও পড়ুন: ৭ জানুয়ারি দেশে সাধারণ ছুটি ঘোষণা
এতে আরও বলা হয়, “প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না।”
আরও পড়ুন: এবারও বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে: শেখ হাসিনা
এর আগে, হজ নিবন্ধনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছিল।
জেবি/এসবি