আবারও ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ পিএম, ৩০শে ডিসেম্বর ২০২৩

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও ২ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) ও সোমবার (১ জানুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী
তিনি বলেন, “সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন ত্বরান্বিত হচ্ছে। প্রতিটি মানুষ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন।”
আরও পড়ুন: বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আ. লীগ: রিজভী
রিজভী বলেন, “ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। নির্বাচন সামনে রেখে নীলনকশার বাস্তবায়ন করা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ও ভয়ানক চক্রান্ত চলছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না: হাসনাত আব্দুল্লাহ

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস: নাহিদ ইসলাম

যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান
