Logo

আবারও ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, ০১:৫২
আবারও ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) ও সোমবার (১ জানুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি।

বিজ্ঞাপন

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও ২ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) ও সোমবার (১ জানুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন ত্বরান্বিত হচ্ছে। প্রতিটি মানুষ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন।”

বিজ্ঞাপন

রিজভী বলেন, “ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। নির্বাচন সামনে রেখে নীলনকশার বাস্তবায়ন করা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ও ভয়ানক চক্রান্ত চলছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD