স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩


স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন
ছবি: সং গৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে ৮ হাজার ব্যাটালিয়ন আনসার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।


শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে এসব আনসার সদস্য দায়িত্ব পালনে মাঠে নেমেছেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম বলেন, “আনসার ব্যাটালিয়ন সদস্যদের গতকাল ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৫০টি প্লাটুন ৭৫০টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।”


আরও পড়ুন: ভোটার বহনে যানবাহন ব্যবস্থা করতে পারবেন না প্রার্থী: ইসি


তিনি জানান, নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েন করা আনসার ব্যাটালিয়ন সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।


আরও পড়ুন: থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ডিএমপির ১২ নির্দেশনা


এর আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় শুক্রবার দেশে মোতায়েন করা হয় এক হাজার ১৫১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।


জেবি/এসবি