আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য মৃৎশিল্প


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য মৃৎশিল্প

ফুলবাড়ী প্রতিনিধি: আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে শুরু করেছে  একসময়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বিশ্বয়ানের যুগে মেলামাইন কিংবা চিনামাটির কড়াল গ্রাসে বিপন্ন সেদিনের মৃৎশিল্প। 

মাটির হাড়িতে রান্না মাটির থালায় খাওয়া পানি রাখতে মাটির কলস, গ্রাম বাংলার ধান ভিজাতে মাটির গলার ব্যবহার খুব একটা দেখা যায় না। সেইসঙ্গে সভ্যতার উৎকর্ষতায় পাল্টেছে এসব তৈজস পত্রের ধরন। প্রয়োজনীয় কাঁচামাল সহ আনুষাঙ্গিক সব কিছুর দাম বেড়ে গেছে কয়েক গুণ। কিন্তু সে অর্থে বিক্রিত  মূল্যে তেমনভাবে লাভ হচ্ছে না। ফলে মৃৎশিল্পদের পরবর্তী বংশধরা অন্য পেশায় ঝোঁকে  পড়ছেন। আঠালো মাটির অভাব এবং বিভিন্ন রকমের জ্বালানীর দাম বৃদ্ধির ফলে এ শিল্পের সাথে যুক্ত থাকা পাল সম্প্রদায়ের মানুষ গুলো দিশেহারা হয়ে পরেছেন। অনেকে ইতিমধ্যে এ পেশা ছেড়ে দিয়েছেন। কিছু মানুষ এখনও এ পেশায় নিয়োজিত থেকে অতি কষ্টে সংসার পরিচালনা করে আসছেন। তবে বংশ পরস্পরায় এখনো সেই পেশা আঁকড়ে ধরে রেখেছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা কুমার পাড়া গ্রামের ২০ টি পরিবার আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এখন বৈদ্যুতিক মেশিন ব্যবহারের মাধ্যমে চাকা ঘুরিয়ে থাকেন তারা। এখন পুরো কাজটা হয় সেই হাতের চাপেই। এর ফলে কাজের গতি কিছুটা বাড়লেও অন্য দেশের সাথে তুলনা করে  ছাঁচ(ডাইস)ব্যবহার এখনও করতে না পারায় পণ্য উৎপাদন বহু সময় লেগে যায় বলে জানান খগেন পাল।

তবে সরকারি প্রনোদনা পেলে পূর্বের মতো ঘুরে দাঁড়াবে মৃৎশিল্প এমনটাই প্রত্যাশা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কুমার পাড়া গ্রামের খগেন পালের।