বছরের প্রথম দিনেই নজর কাড়লেন সোহানা সাবা

এ সিনেমার পরিচালনায় ছিলেন অরুণা বিশ্বাস
বিজ্ঞাপন
সোহানা সাবা ছোট-বড় পর্দার মডেল ও অভিনেত্রী। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দায় সমান তালে অভিনয় করছেন। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে রুপালী জগতে পা রাখেন এই অভিনেত্রী। পরবর্তীতে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন তিনি। সর্বশেষ সোহানা অভিনীত নতুন সিনেমা ‘অসম্ভব’ মুক্তি পেয়েছে। এ সিনেমার পরিচালনায় ছিলেন অরুণা বিশ্বাস।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী। প্রায়ই তার বিভিন্ন ছবি দর্শকদের নজর কাড়ে। নতুন বছরের প্রথম দিনই জলে ভেজা সোহানা সাবা নিজেকে আবারও নতুন করে চেনালেন। স্নানরত সোহানা সাবা নেটিজেনদেরও নজর কেড়েছেন। সামাজিক মাধ্যমে বেশ কিছু স্নানরত ছবি পোস্ট করেছেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী। প্রায়ই তার বিভিন্ন ছবি দর্শকদের নজর কাড়ে। নতুন বছরের প্রথম দিনই জলে ভেজা সোহানা সাবা নিজেকে আবারও নতুন করে চেনালেন। স্নানরত সোহানা সাবা নেটিজেনদেরও নজর কেড়েছেন। সামাজিক মাধ্যমে বেশ কিছু স্নানরত ছবি পোস্ট করেছেন তিনি।
সোহানা ক্যাপশনে লিখেছেন, হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।
বিজ্ঞাপন
এদিকে, সাবা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমনটাও শোনা যাচ্ছিল। পরে অবশ্য নিজেই স্বীকার করে নিয়েছেন এর সত্যতা। আমি একজনকে বেশ ভালোবাসি। আর তিনিও আমাকে ভালোবাসেন। সিরিয়াস বিষয় হচ্ছে রিলেশনে আছি। তবে সময় হলে সব জানা যাবে।
বিজ্ঞাপন
এমএল/