Logo

রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ

profile picture
জনবাণী ডেস্ক
৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০৮
74Shares
রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ
ছবি: সংগৃহীত

গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়

বিজ্ঞাপন

ঢালিউড সিনেমার বর্তমান সময়ের অভিনেতা আরিফিন শুভ এবার রাজউকের প্লট বরাদ্দ পেয়েছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে নায়ক আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট। এ ছাড়া সিনেমার প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কাঠার একটি প্লট। গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজউকের তথ্য সূত্রে জানা যায়, ২০২৩ সালের রাজউকের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় গত ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই এ অভিনেতার নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাসার ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন। তবে এ বিষয়ে শুভর কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রযোজক লিটন হায়দার গণপূর্ত মন্ত্রণালয়ে একটি প্লটের আবেদন করলে, তার আবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে রাজউকের কাছে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য জানানো হয়। পরে ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লটটি লিটন হায়দারের নামে বরাদ্দ দেয়।

এদিকে গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকেই প্লট বরাদ্দের বিষয়টি চিঠির মাধ্যমে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অভিনেতা সর্বশেষ আলোচনায় আসেন গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে মুজিব চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। এবং অন্যদিকে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’সহ নির্মাণাধীন আরও পাঁচ সিনেমার প্রযোজক লিটন হায়দার।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD