৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

একইসাথে আগামীকাল শুক্রবার দলটি মিছিল ও গণসমাবেশের ঘোষণা দিয়েছে।
বিজ্ঞাপন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে হরতাল দিয়েছে বিএনপি। ৬ জানুয়ারি শনিবার সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় দলটি। একইসাথে আগামীকাল শুক্রবার দলটি মিছিল ও গণসমাবেশের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমরা আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই। একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।”
বিজ্ঞাপন
রিজভী বলেন, “গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এছাড়া সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বিজ্ঞাপন
জেবি/এসবি