৬০ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় পৌঁছেছেন: পররাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৬০ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় এসে পৌঁছেছেন। ১২৭ জনের আসার কথা। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক অ্যাক্রিডিটেশন পেয়েছেন। পর্যবেক্ষকদের আসা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক ব্রিফিং শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। সোনারগাঁও হোটেলে তাদের প্রায় ঘণ্টাব্যাপী ব্রিফ করা হয়।
বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।
আরও পড়ুন: বিদেশি কূটনীতিকদের ভোট দিয়ে যা জানাল সিইসি
কূটনীতিকদের ব্রিফিং শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা কম প্রশ্ন করেছেন।
আরও পড়ুন: জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ: প্রধানমন্ত্রী
তিনি বলেন, “আমি তাদের অনেককেই বলেছি, আপনারা আরও প্রশ্ন করতে পারতেন। কম করলেন কেন? এ বিষয়ে তারা (কূটনীতিকরা) জানিয়েছেন, ইসির সঙ্গে তাদের সব সময় যোগাযোগ হচ্ছে। তারা অনেক আপডেটেট, তাই তারা প্রশ্ন কম করেছেন।”
জেবি/এসবি