এবার নতুন ভোটার হয়েছেন ১ কোটি ৫৪ লাখ: ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪
এবার ১ কোটি ৫৪ লাখ নতুন ভোটার হয়েছেন। নতুন এই ভোটারসহ দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯৬ লাখে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
এতে দেখা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।
আরও পড়ুন: মানুষ আজ স্বপ্ন দেখে উন্নত জীবনের: প্রধানমন্ত্রী
ইসির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ। দশম জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ১১ লাখ এবং নবম জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৮ কোটি ১০ লাখ।
আরও পড়ুন: ৬০ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় পৌঁছেছেন: পররাষ্ট্র সচিব
এছাড়া, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। সূত্র : ইউএনবি
জেবি/এসবি