ব্রাজিলের সব বিশ্বকাপের নায়ক মারিও জাগালো আর নেই


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪


ব্রাজিলের সব বিশ্বকাপের নায়ক মারিও জাগালো আর নেই
মারিও জাগালো - ফাইল ছবি

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সবকয়টি বিশ্বকাপের নায়ক ছিলেন মারিও জাগালো। একমাত্র ব্যক্তি হিসেবে ৪টি বিশ্বকাপে তার অবদান ছিল। পেলের মৃত্যুর পর তিনি ছিলেন ৫৮ সালের বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য। এবার চলে যাওয়ার মিছিলে তিনিও নাম লিখিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।


কিংবদন্তির অফিশিয়াল সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। গেল আগস্টে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।


এতে বলা হয়, অনেক দুঃখের সঙ্গে আমরা চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর খবর জানাচ্ছি।


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ, ‘ডি’ গ্রুপে বাংলাদেশ


১৯৫৮, ১৯৬২ সালে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। খেলা ছেড়ে কোচিং পেশায় যুক্ত হওয়ার পর তার অধীনে ১৯৭০ সালে বিশ্বকাপের শিরোপা জিতে ব্রাজিল। এরপর ১৯৯৪ সালে ব্রাজিলের সহকারী কোচ ছিলেন তিনি। সেই বিবেচনায় ৪টি বিশ্বকাপ জয় করেছিলেন তিনি। এ ছাড়া তিনিই প্রথম খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতা ব্যক্তি ছিলেন।


আরও পড়ুন: প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা!


পরে  ২০০২ সালে দলের বিশেষ পরামর্শক এবং টেকনিক্যাল ডিরেক্টরের অংশ হিসেবে জাপান-কোরিয়াতে এসেছিলেন জাগালো। সেই বিবেচনায় ব্রাজিলের সব বিশ্বকাপ দলেরই একজন ছিলেন এই কিংবদন্তি।


জেবি/এসবি