পঞ্চগড়ে নির্বাচনী এলাকায় সরঞ্জাম বিতরণ শুরু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৪


পঞ্চগড়ে নির্বাচনী এলাকায় সরঞ্জাম বিতরণ শুরু
নির্বাচনী এলাকায় সরঞ্জাম বিতরণ। ছবি: জনবাণী

পঞ্চগড়ে দুটি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। 


শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার পর হতে পাঁচ উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিস চত্ত্বর থেকে সরঞ্জাম বিতরণ করা হয়।


আরও পড়ুন:  ধামরাইয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন


জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, শনিবার সকাল থেকেই বিজিবি পুলিশ ও আনসারের যৌথ নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারবৃন্দ ব্যালট পেপার বাদে অন্যান্য সরঞ্জাম বুঝে নিয়ে কেন্দ্রে যান। জেলার দুটি আসনের মোট আট লাখ ২৬ হাজার ৮৬৪ ভোটার ২৮৭ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 


ব্যালট পেপার রাত থেকে প্রদান করা হবে এবং সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানান রিটার্নিং অফিসার। বিজিবি পুলিশ ও আনসারের যৌথ নিরাপত্তায় তাদের নির্বাচনী সরঞ্জাম বুঝে দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: এবার নতুন ভোটার হয়েছেন ১ কোটি ৫৪ লাখ: ইসি


সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসা মো. জাকির হোসেন বলেন, সদর উপজেলার ৭৮ টি নির্বাচনী কেন্দ্রসহ সব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারবৃন্দ ব্যালট পেপার বাদে অন্যান্য সরঞ্জাম বুঝে নিচ্ছেন। ব্যালট পেপার রাতে বিশেষ নিরাপত্তায় সস কেন্দ্রে পাঠানো হবে।


আরএক্স/