ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
বিজ্ঞাপন
ভয়াবহ সড়ক দুর্ঘটনা ভারতের তেলেঙ্গানায়। প্রচন্ড গতিতে আসা একটি লরি ধাক্কা মারে যাত্রী বোঝাই এক অটোতে। মৃত্যু হয় ১ শিশুসহ অন্তত ৬ জনের। এতে আহত হয়েছে আরও ২ জন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তেলেঙ্গানার মেহবুবনগরের ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, ওই অটোয় ছিলেন ৬ জন যাত্রী। বলানগর মোড়ের কাছে দ্রুতগতিতে ছুটে আসা লরিটি অটোর পাশাপাশি ধাক্কা দেয় একটি মোটরবাইকে ও। ঘটনাস্থলেই অটোর ৬ জন যাত্রীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে ছিল ১ শিশুও। গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
আরও পড়ুন: মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা
বিজ্ঞাপন
উত্তেজিত জনতা লরিটিকে ঘিরে পেলে তাতে আগুন ধরিয়ে দেয়। এর জেরে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিজ্ঞাপন
আরএক্স/