Logo

স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে: মমতাজ

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারী, ২০২৪, ০৬:০১
57Shares
স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে: মমতাজ
ছবি: সংগৃহীত

ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল। আর এবারের নির্বাচনে কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন। তবে শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসতে পারলেন না এ শিল্পী। তাকে নৌকা প্রতীক টপকে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জাহিদ প্রার্থী জাহিদ আহমেদ টুলু।

নির্বাচনের পর সংবাদ মাধ্যমের সাথে কণ্ঠশিল্পী মমতাজ বলেন, আসলে সোববার (৮ জানুয়ারি) বেলা বাড়ার সাথে সাথে বাসায় নেতা কর্মীরা আসছেন। তাদের সবার সাথে কথা বলেই আমি আমার পরবর্তী পদক্ষেপ নিবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে তার নেতা কর্মীদের উপর স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কর্মীরা হামলা করছে উল্লেখ করে এই তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন নেতা কর্মীরা এসে আমার কাছে অভিযোগ করছে যে তাদেরকে নানা ভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা অত্যাচার করছে। তারা কারও খামারে আগুন দিচ্ছে, এমনকি কারও স্ত্রীর গায়ে হাত তুলছে এবং কাউকে কুপিয়ে জখম করছেন। মোট কথা হলো আমাদের উপর নানা ভাবে অত্যাচার চলছে।

প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি ক্ষমতাসীন দলের মনোনয়ন পান। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD