অবশেষে বুধবারই শপথ নেবে জাতীয় পার্টি

সন্ধ্যায় জাপা বিটের গণমাধ্যমকর্মীদের ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান তিনি।
বিজ্ঞাপন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য বুধবার (৯ জানুয়ারি) শপথ নেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাপা বিটের গণমাধ্যমকর্মীদের ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামীকাল (বুধবার) শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্ব ঘোষিত ১১ জানুয়ারির সভা বাতিল করা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।”
এ বিষয়ে আজ সন্ধ্যায় মাহমুদ আলম গণমাধ্যমকে বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্দেশনায় এ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির কয়েকজন নেতা জানিয়েছিলেন, বুধবার তারা শপথ নেবেন না। তখন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছিলেন, তিনি এলাকায় আছেন। ঢাকায় গেলে বলতে পারবেন কী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেবি/এসবি
বিজ্ঞাপন