Logo

একই দিনে টাইগার দলপতির তিন রূপ

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারী, ২০২৪, ০৭:৫২
41Shares
একই দিনে টাইগার দলপতির তিন রূপ
ছবি: সংগৃহীত

শপথ গ্রহণ করেই আবার অনুশীলনে যোগ দিয়েছেন তিনি

বিজ্ঞাপন

টাইগার অধিনায়ক সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। নির্বাচনে বিজয়ী হয়েই পরদিন অনুশীলনে এসে চমক দেখিয়েছিলেন তিনি। এবার সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেই আবার অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) ছিল নির্বাচনের বিজয়ীদের শপথ গ্রহণের দিন। সবাই ধারণা করেছিল, অন্তত এই দিনটি ক্রিকেটের বাইরে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু বাংলাদেশ অধিনায়ক যে সবার থেকে আলাদা, তা আরও একবার প্রমাণ করলেন। সবাইকে অবাক করে বিকেল বেলাই মিরপুরের ইনডোরে হাজির হয়ে অনুশীলন করেন সাকিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন ইনডোরে ব্যাটিং প্রাকটিস করেন তিনি। তবে বোলিংটা এখনও ভালোভাবে শুরু করতে না পারলেও ব্যাটিংয়ে ঘাম ঝরাচ্ছেন নিয়মিতই। সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন সংসদ সদস্য সাকিব। অনুশীলনের মাঝেই ইনডোরেই সেরেছেন বিজ্ঞাপনের ফটোশুটের কাজ। ফলে একদিনেই তিন (সংসদ সদস্য, ক্রিকেটার ও মডেল) রূপে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়কে।

সাকিব ছাড়াও মিরপুরে এদিন উপস্থিত ছিলেন ফরচুন বরিশালের তিন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল । মঙ্গলবার (৯ জানুয়ারি) তাসকিনের বলে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন ড্যাশিং এই ওপেনার। তবে বুধবার (১০ জানুয়ারি) অনুশীলন করেছেন তিনি। শুরুতেই নেটে ব্যাটিং করেছেন, এরপর ইনডোরে বোলিং মেশিনে বেশকিছু সময় নিজেকে ঝালিয়ে নেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তামিমের ইনজুরি নিয়ে বিপিএল ফরচুন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল বলেন, তামিমের ইনজুরি খুব একটা সিরিয়াস নয়। প্রাকটিসের সময় একটা বল লাফ দিয়েছিল। সেটা খুব একটা প্রভাব ফেলেনি। আঙুল ঠিকই আছে। অতিরিক্ত কোনো কিছু যাতে না হয় সেই জন্য অনুশীলন বন্ধ রেখেছিল। তবে বুধবার সম্পূর্ণ ব্যাট করেছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD