Logo

জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়ালো কিউবা

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারী, ২০২৪, ২২:৩৫
70Shares
জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়ালো কিউবা
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১০ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জ্বালানির দাম একবারে ৫০০ শতাংশ বাড়িয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলের দেশ কিউবা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, করোনাকাল থেকেই দেশটির অর্থনীতিতে ধস নেমেছে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন অনুদানে রাশ টানা ও পরিকাঠামোগত দুর্বলতার কারণে ক্রমশ ধসে যাচ্ছে কিউবার অর্থনীতি। ফলে বাজেট ঘাটতি কাটানোর জন্য কয়েকটি পদক্ষেপ নিয়েছে সংকটে ভোগা দেশটির সরকার। তারই অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে জ্বালানির নতুন দাম ধার্য করেছে। এতে জ্বালানির দাম ৫০০-শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

এক লিটার নিয়মিত গ্যাসোলিনের দাম ২৫ পেসো (২০ ইউএস সেন্ট) থেকে বেড়ে ১৩২ পেসো এবং প্রিমিয়াম পেট্রোলের দাম ৩০ থেকে ১৫৬ পেসো ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশটিতে নব্বই দশকের পর সব থেকে ভয়ংকর আর্থিক সংকটের মুখে পড়ে জ্বালানির দাম এতো বাড়ালো।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD