জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়ালো কিউবা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪


জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়ালো কিউবা
ফাইল ছবি

জ্বালানির দাম একবারে ৫০০ শতাংশ বাড়িয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলের দেশ কিউবা।


মঙ্গলবার (১০ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, করোনাকাল থেকেই দেশটির অর্থনীতিতে ধস নেমেছে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন অনুদানে রাশ টানা ও পরিকাঠামোগত দুর্বলতার কারণে ক্রমশ ধসে যাচ্ছে কিউবার অর্থনীতি। ফলে বাজেট ঘাটতি কাটানোর জন্য কয়েকটি পদক্ষেপ নিয়েছে সংকটে ভোগা দেশটির সরকার। তারই অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে জ্বালানির নতুন দাম ধার্য করেছে। এতে জ্বালানির দাম ৫০০-শতাংশ বেড়েছে।


আরও পড়ুন: জাতিসংঘের হেলিকপ্টার আটক করল আল-শাবাব


এক লিটার নিয়মিত গ্যাসোলিনের দাম ২৫ পেসো (২০ ইউএস সেন্ট) থেকে বেড়ে ১৩২ পেসো এবং প্রিমিয়াম পেট্রোলের দাম ৩০ থেকে ১৫৬ পেসো ধার্য করা হয়েছে।


আরও পড়ুন: ঠান্ডায় উনুন জ্বালিয়ে ঘুম, দমবন্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু


দেশটিতে নব্বই দশকের পর সব থেকে ভয়ংকর আর্থিক সংকটের মুখে পড়ে জ্বালানির দাম এতো বাড়ালো।


জেবি/এসবি