ভারতের মণিপুরে গোলাগুলিতে নিহত ৪
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪
আবারও গােলাগুলিতে অশান্ত হয়ে পড়েছে ভারতের মণিপুর রাজ্য। এবার দফায় দফায় গোলাগুলি ঘটনা সংগঠিত হয়েছে বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার সীমান্তবর্তী গ্রামে। গোলাগুলির ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন যথাক্রমে, ওইনাম রোমেন মেইতি(৪৫), আহানথেম দারা মেইতি (৫৬), থৌদাম ইবোমচা মেইতি (৫৩) এবং থৌদাম আনন্দ মেইতি (২৭) বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া শতাধিক বাসিন্দাকে অন্যত্র স্থানান্তর করেছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) বিষ্ণুপুরের কুম্বি থানা পুলিশ জানায়, বুধবার (১০ জানুয়ারি) বিকাল প্রায় সাড়ে ৩টায় মণিপুরে সহিংসতার আরেকটি ঘটনা সংগঠিত হয়েছে চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার সীমান্তবর্তী হাওতাক ফাইলেন গ্রামে।
দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বন্দুক যুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। বিষ্ণুপুর জেলার অন্তগর্ত হাওতাক ফাইলেন গ্রামে মেইতৈ জনগোষ্ঠী অধ্যুষিত। গ্রামটি বিষ্ণুপুর জেলা সদর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত।
আরও পড়ুন: গোলাঘাটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। তাঁরা শূণ্যে গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে গ্রামের শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা।
আরএক্স/