অবৈধ মোটর সাইকেল পার্কিং করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪


অবৈধ মোটর সাইকেল পার্কিং করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
ছবি: জনবাণী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় অবৈধ ভাবে  মোটর সাইকেল পার্কিং করায়, ১৫টি মোটর সাইকেলের মালিককে ৭ হাজার ৫০০'শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পৌরশহরের সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 


আরও পড়ুন: আখাউড়ায় ইয়াবাসহ শশুর বাড়ি থেকে জামাই আটক


আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত স্থানে গাড়ি না রেখে রাস্তায় অবৈধ ভাবে পার্কিং করার দায়ে ১৫ মোটর সাইকেল মালিককে জরিমানা করা হয়। 


এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার বলেন, সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাস্তায় গাড়ি রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫টি মোটর সাইকেল মালিককে জরিমানা করা হয়েছে।


আরএক্স/