প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা নিয়োগ, নতুন মুখ কামাল নাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ এএম, ১২ই জানুয়ারী ২০২৪

গত ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়ে নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
গত মন্ত্রিসভার মতো নতুন মন্ত্রিসভায়ও ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ পেয়েছেন।
এদের সঙ্গে সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা
উপদেষ্টা পদে থাকার সময় এরা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
জেবি/এজে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উদ্যোগের উপর: স্বরাষ্ট্র উপদেষ্টা

পলিথিনে আর ছাড় নয়, ধরা পড়লেই জব্দ: পরিবেশ উপদেষ্টা

পুলিশ অ্যাক্টিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস
