Logo

ইয়েমেনে বড় হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারী, ২০২৪, ২২:০৯
68Shares
ইয়েমেনে বড় হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েকটি হামলা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েকটি হামলা চালিয়েছে। বাইডেন প্রশাসন ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সতর্কতার পর এ ধরনের হামলার ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাইডেন প্রশাসন সতর্ক করে দিয়ে বলেছিল, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে ভোগ করতে হবে।        

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি লোহিত সাগরে আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজের বিরুদ্ধে হুতিদের নজিরবিহীন হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসাবে এ পাল্টা হামলার নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউজের প্রকাশ করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আজ আমার নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাজ্যের সঙ্গে এক হয়ে এবং অস্ট্রেলিয়া, বাহরাইন,কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় ইয়েমেনে সফলভাবে হুতিদের লক্ষ্য করা হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

বাইডেন বলেন, আমাদের জনগণকে রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ অব্যাহত রাখতে আমি আরও পদক্ষেপের নির্দেশ দিতে দ্বিধা করব না।  

বিজ্ঞাপন

যুদ্ধবিমান ও টমাহক ক্ষেপণাস্ত্র থেকে হামলা চালানো হয়। লোহিত সাগরে হুতিদের টানা জাহাজ-হামলা বন্ধ করতে আকাশ, স্থল ও সাব প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে সিএনএনকে জানান এক মার্কিন কর্মকর্তা।

বিজ্ঞাপন

তারা রাডার সিস্টেম, ড্রোন স্টোরেজ ও লঞ্চ সাইট, ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইট এবং ক্রুজ মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইটও ব্যবহার করেন।

 

বিজ্ঞাপন

কংগ্রেসের একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা বৃহস্পতিবার কংগ্রেসের নেতৃত্বকে মার্কিন পরিকল্পনা সম্পর্কে জানান।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD