Logo

পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ সময়ের ব্যাপার: পিসিবি সভাপতি

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারী, ২০২৪, ০২:৫৬
49Shares
পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ সময়ের ব্যাপার: পিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত

শুধু একটি সমস্যার জন্য আটকে আছে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন

বিজ্ঞাপন

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সিরিজই বন্ধ আছে এক যুগ সময় ধরে। ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না লম্বা সময় ধরে। এই দুই দলের মুখোমুখি হওয়ার উপলক্ষ্য কেবল আইসিসি ও এসিসির সূচিতেই আটকে আছে। রাজনৈতিক ইস্যূতে পাকিস্তান সফর করেনি ভারতীয় শিবির। আর পাকিস্তানও নিজের অবস্থানে পুরোপুরি অনড়। ভারতীয় দল না এলে, তারাও ভারতে যেতে নারাজ। 

তবে এই বহুল প্রতীক্ষিত সিরিজ এখন নাকি কেবল সময়েরই অপেক্ষা। দ্বিপাক্ষীক সিরিজ খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও রাজি। স্বয়ং পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ এমন দাবি করেছেন। পিসিবি কর্তা জানান, শুধু একটি সমস্যার জন্য আটকে আছে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১২-১৩ মওসুমের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। গত এক দশকে ২২ গজে দু’দেশের ক্রিকেটারেরা লড়াই করেছেন শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বহু দলীয় এসব প্রতিযোগিতায়। এমনকি, বিরাট কোহলি-রোহিত শর্মাদের পাকিস্তানের মাটিতে খেলতে পাঠাতেও আপত্তি রয়েছে ভারতীয় বোর্ডের। 

গত বছর সেপ্টেম্বরে ভারতের আপত্তির মুখেই এশিয়া কাপের অধিকাংশ ম্যাচই আয়োজন করতে পারেনি পাকিস্তান। ভারত তাদের দল পাঠাতে রাজি না হওয়ায় প্রতিযোগিতার নয় ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। তবে সে সময় থেকেই দুই দেশের ক্রিকেটের কর্তারা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে আসছেন। আর তার সুবাদেই এমন অবস্থান পৌছেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাকা আশরাফ আরও বলেন, ‘ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে দুই দ্শের ক্রিকেট বোর্ডই রাজি। তবে অপেক্ষা শুধু দুই দেশের সরকারের অনুমতির।’ সেই অনুমতি কবে নাগাদ পাওয়া যাবে, তা নিয়ে অবশ্য খোলসা করে কিছুই বলতে পারেননি পাক ক্রিকেটের এই শীর্ষকর্তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন পিসিবি প্রধান। আশরাফের এই মন্তব্যের প্রেক্ষিতে কোনও ধরনের প্রতিক্রিয়া জানায়নি বিসিসিআই।

মূলত দীর্ঘসময় ধরে রাজনৈতিক কারণে বন্ধ ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ খেলা। সন্ত্রাসবাদের প্রতিবাদে পাকিস্তানের সাথে ক্রিকেট সম্পর্ক স্থগিত রেখেছে ভারত। গত বছরে এশিয়া কাপের সময়ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর বলেছিলেন, পাকিস্তান সরকার সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে না। এ ব্যাপারে পূর্বের সিদ্ধান্তই নিয়েছে বিসিসিআই। সেই অবস্থানের কোনও পরিবর্তন হয়নি এখনো। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে পিসিবি প্রধান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকার কারণ হিসেবে প্রশাসনিক কথাই জানিয়েছেন। যদিও সন্ত্রাসবাদ ইস্যুতে দু্ই দেশের সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আর এ নিয়ে সুরও নরম করতে রাজি নয় নয়াদিল্লি। তবে শেষ পর্যন্ত জাকা আশরাফের এমন মন্তব্য ঠিক কতটা আশা জাগাতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা। 

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD