Logo

পাকিস্তান নিজের পায়েই পেরেক মেরেছে: মিকি আর্থার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯
52Shares
পাকিস্তান নিজের পায়েই পেরেক মেরেছে: মিকি আর্থার
ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট নিয়ে নিজের হতাশা কথা প্রকাশ করেছেন আর্থার

বিজ্ঞাপন

মিকি আর্থার ক্রিকেটকে হাতের তালুর মতোই চেনেন। একাধিক মেয়াদে লম্বা সময় ধরে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের সাথে কাজ করেছেন এই প্রোটিয়া কোচ। এবার উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট নিয়ে নিজের হতাশা কথা প্রকাশ করেছেন আর্থার।

২০১৬ সালে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন আর্থার। পাকিস্তান দল তার অধিনেই ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। তবে ২০১৯ বিশ্বকাপে সুবিধা করতে পারেনি পাকিস্তান শিবির। যার সম্পূর্ণ দায় পড়ে কোচের কাঁধে। কোচের দায়িত্ব হারান আর্থার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে পাকিস্তান দল ২০২৩ সালে আবারও আর্থারকে ফেরায়। দলটির পরিচালক হিসেবে এ দফায় খুব বেশি দিন কাজ করার সুযোগ পাননি তিনি। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হওয়ার পর সরিয়ে দেওয়া হয় আর্থারকে। এই প্রোটিয়া কোচ দায়িত্ব ছাড়ার পর এবার পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা করেছেন।

তিনি বলেন, আমি প্রতিনিয়ত দেখছি, পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়েই পেরেক মারছে। দারুণ প্রতিভা আছে, প্রয়োজন হলো সঠিক কাঠামো, ভালো নেতৃত্ব দেওয়া। যথাযথ উপদেশের সাথে চাই ধারাবাহিকতা ও স্থায়িত্ব। ২০১৬ থেকে ২০১৯, নাজামকে (নাজাম শেঠি) বিশেষ ধন্যবাদ, সেসময় আমাদের কাছে এমন খেলোয়াড় ছিল, যারা প্রক্রিয়ায় বিশ্বাস রাখত। আমি যখন ইনজির (ইনজামাম-উল-হক, সাবেক প্রধান নির্বাচক) সাথে বসতাম, যার সাথে আমার দারুণ কাজের বোঝাপড়া ছিল, দল নির্বাচন করতাম, দলের সাথে পরে যে আলোচনা হতো, তারা জানত এতে একটা স্থায়ী কাঠামো আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি ও ইনজি পাকিস্তানের ধারাবাহিকতা এনে দিচ্ছিলাম। আমি একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে বলতে পারি (ফখরকে উদাহরণ হিসেবে ধরা যাক) যে তুমি আগামী ১০টি ওয়ানডে ম্যাচ খেলবে। আমরা জানি ও আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করবে। মাঝেমধ্যে এই সিদ্ধান্ত অনেক ঝুঁকির ছিল। কিন্তু অন্তত খেলোয়াড়দের কাঠামোর প্রতি আমাদের বিশ্বাস ছিল, নির্বাচন প্রক্রিয়াকে তারা বিশ্বাস করত এবং দলের জন্য খেলত।

পাকিস্তান ক্রিকেট বোর্ডে ঘন ঘন পরিবর্তন না করার পরামর্শ দিয়ে আর্থার জানান, স্থানীয়ভাবে পাকিস্তানের অনেক প্রতিভা আছে। আর আমরা একটি উচ্চমানের কার্যকরী কাঠামো তৈরি করেছিলাম এবং সেটা বাস্তবায়নও করতে যাচ্ছিলাম। কিন্তু সভাপতি পদের পরিবর্তনের সাথে এটি হারিয়ে গেছে। যেটা খুবই হতাশাজনক ছিল। তবে আমি এখনো মনে করি, পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়েই গুলি মেরেছে, তবে এটা আরও অনেক ভালো হতে পারত।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD