মাত্র ১৪ বছরে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী নিজের বয়েসেই ক্রিকেটের ইতিহাসে একটি অনন্য কীর্তি গড়ে দিলেন। মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে যুব টেস্টে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলার হিসেবে নাম লেখালেন এই বাঁহাতি স্পিনার।
বর্তমানে ইংল্যান্ড সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন সূর্যবংশী। বেকেনহামে অনুষ্ঠিত দুই ম্যাচের যুব টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই দ্বিতীয় দিনের খেলায় তার স্পিনে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন হয়। ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে যখন ইংলিশ ব্যাটারদের জুটি ভাঙতে ব্যর্থ হচ্ছিলেন, তখন আস্থা রাখেন সূর্যবংশীর ওপর। নিজের তৃতীয় ওভারের শেষ বলে হামজা শেখকে লো ফুলটসে খেলতে বাধ্য করে তিনি উইকেট নেন। এই শট খেলতে গিয়ে ক্যাচ হয়ে আউট হন হামজা, যিনি ৮৪ রান করে খেলা চলছিলেন। এই উইকেট ভাঙে ১৫৪ রানের জুটিকে।
এই কৃতিত্বের মাধ্যমে সূর্যবংশী ভারতের যুব টেস্টে সর্বকনিষ্ঠ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে আসেন। এর আগে এই রেকর্ড ছিল মানিশিরের (১৫ বছর ১১৫ দিন), যিনি ২০১৯ সালে অর্জন করেছিলেন। বিশ্বজুড়ে যুব টেস্টের ইতিহাসে সূর্যবংশী তৃতীয় সর্বকনিষ্ঠ উইকেটশিকারি হিসেবে জায়গা পেলেন। শীর্ষে আছেন পাকিস্তানের মাহমুদ মালিক (১৩ বছর ২৪১ দিন) ও দ্বিতীয় স্থানে হিদায়াতুল্লাহ খান (১৩ বছর ২৫১ দিন)।
বাংলাদেশের দুই যুব ক্রিকেটারও এই তালিকায় আছেন — নিহাদুজ্জামান (১৪ বছর ১৩৯ দিন) ও আরিফুল হক (১৪ বছর ২৩১ দিন)।
২০২৫ সালের আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর থেকেই আলোচনায় থাকা বৈভব এবার বল হাতে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। মাত্র ১৪ বছর বয়সে যে তার আরও অনেক বড় কীর্তি গড়ার পথ খুলে যাচ্ছে, তাতে সন্দেহ নেই।
আরএক্স/