ফিফটির আক্ষেপ শামীমের, লড়াকু পুঁজি টাইগারদের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

শ্রীলঙ্কার কাছে প্রথম টি-টোয়েন্টিতে খুব বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে লিটন দাসের দল। এদিন আগে ব্যাট করে লঙ্কানদের ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
রবিবার (১৩ জুলাই) টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ইমনের স্ট্যাম্প উপড়ে ফেলেন লঙ্কান পেসার তুষারা। ৩ বলে শূন্য করে ফেরেন এই ওপেনার। দ্বিতীয় ওভারের বিনুরার কয়েকটা বল দেখে শুনেই খেলছিলেন তামিম। কিন্তু ওভারের শেষ বলে বাউন্ডারি মারতে গেলে ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট হন এই তরুণ ওপেনার। ৮ বলে ৫ রান করেন তিনি।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ চূড়ান্ত হলো ১৫ দলের নাম
দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। দুজনের ব্যাটে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। তবে ফিফটি তুলতে পারেননি হৃদয়। ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৫ বলে ৩১ রান করেন তিনি। দুই বল পরে ক্যাচ আউট হন মেহেদী হাসান মিরাজ।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন অধিনায়ক লিটন। ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৯ বলে ফিফটি তুলে নেন তিনি। তাকে সঙ্গ দিয়ে ব্যাট চালাতে থাকেন তরুন ব্যাটার শামীম পাটোয়ারী। দুজনের ব্যাটে ভর করে ১৮ ওভারে ১৫০ রানের কোটা পার করে বাংলাদেশ।
আরও পড়ুন: অলরাউন্ডার নৈপূণ্যে দলকে জিতিয়ে ম্যাচসেরা চিরচেনা সাকিব
১৯তম ওভারের প্রথম থিকসানাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। ৫০ বলে ৭৬ রান করেন এই টাইগার অধিনায়ক। শেষ দিকে ২ বলে ৩ রান করে জাকির রান আউট হলেও ফিফটি জন্য স্ট্রাইক নিতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন শামীম। ২৭ বলে ৪৮ রান করেন তিনি।
এমএল/