নিজস্ব অর্থ দিয়ে হলেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে জনগনকে মুক্ত করবো: খসরু চৌধুরী
আলিফ হাসান
প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪
রাজধানীর দক্ষিণখানের শাহ্ কবির মাজার রোডের আর্ক হাসপাতালে সামনের জলাবদ্ধতা, দীর্ঘদিন যাবত হাঁটু পরিমাণ পানি থাকার কারণে, উত্তরখান ও দক্ষিণখানের বাসিন্দাদের ভোগান্তি চরমে।
আরও পড়ুন: বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা
রবিবার (১৪ জানুয়ারি) সকালে দক্ষিণখানের শাহ্ কবির মাজার রোডের আর্ক হাসপাতালে সামনের জলাবদ্ধতা নিরাসনে, ঢাকা-১৮ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. খসরু চৌধুরী পরিদর্শনে যান এসময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের কাজ করা হবে। আমি মেয়র সাহেবের সাথে কথা বলবো।
দীর্ঘদিন যাবৎ জলবদ্ধতার কারণে দুর্ভোগ ভোগান্তিতে উত্তরখানে ও দক্ষিণখানের বাসিন্দাদের। প্রয়োজনে নিজস্ব অর্থ দিয়ে হলেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে জনগনকে মুক্ত করবো, হলেও দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরাসনে কাজ করা হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেন, ঢাকা-১৮ আসনের নব-নির্বাচিত এমপি আলহাজ্ব মো. খসরু চৌধুরী।
আরও পড়ুন: জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি: মেয়র টিটু
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ডি এম শামীম। ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোতালেব মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আরএক্স/