ঘন কুয়াশা: দিল্লিতে দেড় শতাধিক ফ্লাইট বিঘ্নিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪
ভারতের দিল্লিতে কয়েক দিন ধরে ঘন কুয়াশা থাকায় প্লেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। মূলত দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব পরিষেবার ওপর প্রভাব পড়েছে।
স্থানীয় বিমানবন্দর থেকে দেরিতে উড্ডয়ন, অপর বিমানবন্দরে অবতরণ ও ফ্লাইট বাতিলের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার (১৫ জানুয়ারি) উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পর দিল্লি বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে ও বাতিল হয়েছে ৮৪টি।
দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পথে যানবাহন চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
এ পরিস্থিতিতে ইতোমধ্যে দিল্লিগামী ১৮টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিপাকে পড়েছেন।
অপরদিকে, বরাবরের মতো দিল্লির বায়ুর মানেও পড়েছে নেতিবাচক প্রভাব।
আরও পড়ুন: ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরল মৃত ব্যক্তির!
একই ধরনের কুয়াশার কারণে রবিবার (১৪ জানুয়ারি) দিল্লিতে ফ্লাইট ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা ছিল শূন্য। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) শুরু হয় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের রাতে ছিল সবচেয়ে ঠাণ্ডা ৩ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: এনডিটিভি
জেবি/এসবি