মাঠে ঢুকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন এক দর্শক!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচের মাঝেই মাঠে মধ্যে ঢুকে পড়লেন এক দর্শক। তিনি দৌড় দিলেন বিরাট কোহলির দিকে। বিরাটের পা ছুঁয়ে প্রণাম করে জড়িয়েও ধরলেন।
পরে ওই দর্শককে তুকোগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ওই ব্যক্তির কাছে স্টেডিয়ামে ঢোকার টিকিট ছিল কিন্তু তিনি কোনোভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠের ভিতরে ঢুকে পড়েন।
১৪ মাস পর কোহলি ভারতের হয়ে টি-২০ ক্রিকেট খেলতে নেমেছিলেন। ফিল্ডিং করার সময় তাঁকে ছোঁয়ার জন্য এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। সেই ব্যক্তি বিরাটকে ছুঁয়ে নিজের আশা পূরণ করতে পারলেও প্রশ্ন উঠছে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে।
আরও পড়ুন: বাবর-ফখরের ব্যাটিং তাণ্ডবেও জয় পেল না পাক শিবির
এর আগে বিভিন্ন সময়, বিভিন্ন মাঠে লোক ঢুকে পড়েছে। তারা কখনও কখনও তারকাদের কাছে পৌঁছেও যান। কিন্তু খেলার মাঝে এমন ঘটনা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তা তৈরি করে।
আফগানদের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭২ রান করেছিল। ২৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। যশস্বী ৩৪ বলে ৬৮ রান করেন। ৩২ বলে ৬৩ রান করেন শিবম দুবে। তাঁদের ইনিংস ভারতকে জয় এনে দেয়। ম্যাচের সেরা হয়েছেন অক্ষর প্যাটেল। তিনি ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন।
জেবি/এসবি