বাবর-ফখরের ব্যাটিং তাণ্ডবেও জয় পেল না পাক শিবির


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪


বাবর-ফখরের ব্যাটিং তাণ্ডবেও জয় পেল না পাক শিবির
বাবর আজম-ফখর জামান | ফাইল ছবি

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান দল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল শাহিনের দল। তবে এই ম্যাচেও হেরে গেছে তারা। এতে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড দল।


রবিবার (১৪ জানুয়ারি) হ্যামিল্টনে টস জিতে ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দ্য গ্রিন ম্যানরা। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ১৯৫ রানের লক্ষ্য দেয় নিউজিল্যাল্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় বাবর-ফকররা। ফলে ২১ রানের জয় তুলে নেন স্বাগতিকরা। ৭৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে এদিন ম্যাচ সেরা হয়েছেন ফির অ্যালেন। 


টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। তবে নিজের ইনিংস বড় করতে পারেনি কনওয়ে। ১৫ বলে ২০ রান করে ক্যাচ আউট হন এই ওপেনার ব্যাটার।


আরও পড়ুন: পাকিস্তান নিজের পায়েই পেরেক মেরেছে: মিকি আর্থার


এরপর অধিনায়ক কেইন উইলিয়ামসনকে সাথে নিয়ে ব্যাট করতে থাকেন অ্যালেন। ২৪ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন এই ওপেনার। অন্যদিকে ১৫ বলে ২৬ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন দলনেতা উইলিয়ামসন।


তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ড্যারিল মিচেলও। ১৭ রান করে সাঁজঘরে ফিরে যান তিনি। ৪১ বলে ৭৪ রান করে অ্যালেন ফিরে গেলে, ৪ রান করে তাকে সঙ্গ দেন মার্ক চ্যাপম্যান। ১৯তম ওভারে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষের রানের চাকা থামিয়ে দেন হারিস রাউফ। গ্লেন ফিলিপসকে (১৩) রানে, অ্যাডাম মিলনে এবং ইশ সোধিকে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরান তিনি।


শেষ পর্যন্ত মিচেল স্যান্টনাররের ১৩ বলে ২৫ রান ও টিম সাউদির অপরাজিত ৫ রানে ভর করে আট উইকেটের ব্যাবধানে ১৯৪ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড দল।


আরও পড়ুন: পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ সময়ের ব্যাপার: পিসিবি সভাপতি 


এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হারিস রউফ। আর আব্বাস আফ্রিদি দখল করেন দুই উইকেট। এ ছাড়াও আমির জামাল ও উসামা মীর একটি করে উইকেট তুলে নেন।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শাহিন আফ্রিদির দল। দলীয় ১০ রানের মাথায় দুই ওপেনার সাইম আইয়ুব (১) ও মোহাম্মদ রিজওয়ানকে (৭) হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান দল। এরপরে পাক শিবিরের হাল ধরেন বাবর আজম ও ফখর জামান। ২৫ বলে ৫০ রানের মারকুটে ইনিংস খেলে ফখর জামান ড্রেসিং রুমের পথ ধরলে, পরে ইফতেখার আহমেদ (৪), আজম খান (২) এবং আমির জামাল (৯) রান যোগ করে আউট হন।


আরও পড়ুন: টি-টোয়েন্টি ম্যাচে জয়ের সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা


কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ব্যক্তিগত অর্ধ শতকের দেখা পান বাবর। ৪৩ বলে ৬৬ রান করে বাবর আজম আউট হলে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে যায় সফরকারীরা। এদিন ১৩ বলে ২২ রানের মারকুটে ইনিংস খেলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। শেষ পর্যন্ত আব্বাস আফ্রিদি (৭) ও উসামা মীর শূন্য রানে আউট হলে ৩ বল হাতে থাকতে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তানের ব্যাটাররা। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ রানের জয় পায় স্বাগতিকরা।


এদিকে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন অ্যাডাম মিলনে। এ ছাড়া ইশ সোধি, টিম সাউদি ও বেন সার্স দুটি করে উইকেট তুলে নেন।


এমএল/