Logo

উগান্ডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৪
49Shares
উগান্ডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বুধাবার (১৭ জানুয়ারি) উগান্ডার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন তিনি।

বিজ্ঞাপন

নতুন সরকারের প্রথম বিদেশ সফরে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধাবার (১৭ জানুয়ারি) উগান্ডার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন এবার উগান্ডায় শুরু হয়েছে। ১৫-২০ জানুয়ারি কাম্পালায় আয়োজিত এই সম্মেলনে ১২০টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর উগান্ডা দিয়েই  প্রথম বিদেশ সফর শুরু হচ্ছে ড. হাছান মাহমুদের। তবে পররাষ্ট্রমন্ত্রী প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তাকে সেদেশে সফরের জন্য ইতোমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে এই সফর আয়োজিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD