ঝিনাইদহে চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪
ঝিনাইদহের মহেশপুর্ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজাকে গুলি করেছে প্রতিপক্ষরা। এতে ঘটনাস্থলেই মারা গেছেন ভাতিজা শামীম হোসেন (৩২) ও চাচা মন্টু মিয়া (৫০) ।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মহেশপুর থানার পুলিশ।
নিহত শামীম হোসেন উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলের ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহের মানুষের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেব: মহুল
বাঘাডাঙ্গা গ্রামের আহসান হাবীব জানান, ধনিয়া পাতার ব্যবসা করতো শামীম-মন্টু । সেই ব্যবসা মাধ্যমে লেনদেন ছিল একই এলাকার তরিকুল ইসলাম আকাল ও ইব্রার সঙ্গে। সেই লেনদেনকে সূত্র ধরেই ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ বুধবার বিকেলে শামীম-মন্টু একই গ্রামের আকালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির ছাদ থেকে ইব্রা ও আকাল তাদের দিকে গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলেই শামীম মারা যান। পরে গুলিবিদ্ধ মন্টুকে এলাকাবাসী ও স্বজনরা পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মন্টুর মৃত্যু হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে স্বামীর ওপর অভিমান করে সন্তান বিক্রি
তথ্যটি নিশ্চিত করেছেন মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান । তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
জেবি/এসবি