কক্সবাজারে আইস ও ইয়াবাসহ আটক ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪


কক্সবাজারে আইস ও ইয়াবাসহ আটক ২
ছবি: জনবাণী

কক্সবাজারের দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৮ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।


বুধবার (১৮ জানুয়ারি) পৃথক এই অভিযান চালানোর কথা জানিয়েছে র‌্যাব।


আরও পড়ুন: ঢাকার আকাশে চক্কর দিয়ে ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ


র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।


আবু সালাম চৌধুরী বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল মেথ পাচার হয়ে আসার খবর পায় র‌্যাব। 


এ খবরের ভিত্তিতে বুধবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান শুরু করে। 


এ সময় সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল বশর(৩২) নামের এক মাদক কারবারি পালানোর চেষ্টা চালায়। ধাওয়া করে খাইরুলকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।


আটক খাইরুল বশর জাদিমুরা এলাকার নজির আহম্মদের ছেলে।  


অপর দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ক্যাম্প-৮/ই-এ তে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ আবদুল আমিন(৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।


আরও পড়ুন: বাল্কহেডের ধাক্কায় নয়, তলা ফেটে ফেরিডুবি: নৌপুলিশ


তাকে ইয়াবা বেচাকেনার সময় আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।


র‌্যাবের এই কর্মকর্তা জানান, এ ব্যাপারে টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।


আরএক্স/