চালের দাম কমতে শুরু করেছে: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪
চালের দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,‘মন্ত্রণালয়ের নানামুখী তৎপরতার কারণে চালের দাম কমে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আশা করি, দ্রুতই চালের দাম আবারও সহনীয় পর্যায়ে চলে আসবে।’
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি মন্ত্রণালয়ের তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির দালাল টিআইবি: কাদের
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাশিয়া আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।”
আরও পড়ুন: চলছে একুশে বইমেলার স্টল নির্মাণের কাজ
এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী।”
জেবি/এসবি