মোরেলগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন দম্পতি

কোর্টে এফিডেভিটের মাধ্যমে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
বিজ্ঞাপন
বাগেরহাটের মোরেলগঞ্জে এক দম্পতি নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি ) একজন মাওলানার কাছে গিয়ে কালেমা পড়ে এবং কোর্টে এফিডেভিটের মাধ্যমে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তীব্র ঠাণ্ডায় রেললাইনে ফাটল
বিজ্ঞাপন
তারা হলেন, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের আমর বুনিয়া গ্রামের শৈরেন বিস্বাসের ছেলে পদ্ম নাথ বিস্বাস (২২) ও তার স্ত্রী পিরোজপুর উপজেলার ভান্ডারিয়া দক্ষিন শেয়ালকাঠি গ্রামের সুমন বায়ের মেয়ে বৃষ্টি রানী(২২)। বর্তমানে তারা নিজেদের নাম রেখেছেন আবু বকর সবুজ ও আমেনা আক্তার।
এ বিষয়ে মুসলিম সবুজ-আমেনা দম্পতি জানান, ইসলাম ধর্ম আমাদের অনেক আগে থেকেই ভালো লাগতো। প্রতিবেশী মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠান দেখে আমাদেরও ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাইতো। তবে কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি।
বিজ্ঞাপন
আরএক্স/








